11/12/2025 রাণীশংকৈলে বীরঙ্গনা টেপরি বেওয়ার হাতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দিলেন জেলা প্রশাসক
Biplob
১২ May ২০২১ ১৯:১৭
হুমায়ুন কবির, রাণীশংকৈল ,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার ১১ মে দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম উপজেলার বলিদ্বারা গ্রামের বীরঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে গিয়ে তার হাতে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী ও নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।
বীরঙ্গনা টেপার বেওয়া একাত্তরের মুক্তিযুদ্ধের হিংস পাক সেনাদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।