11/12/2025 নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকগণ
Biplob
১৮ May ২০২১ ২০:২০
মোঃএনায়েত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধি: আজ সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রেসক্লাব এর সামনে দৈনিক প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়া ও ভুয়া অভিযোগে তুলে শারীরিক নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করায় নোয়াখালী জেলায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধন করেন এবং তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ এবং প্রতিবাদ জানানো হয়েছে।
মানববন্ধনে সাংবাদিকগণ তাদের বক্তব্যের মাঝে দৈনিক প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে ধরেন, পাশাপাশি সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকৃত প্রত্যাহার করার জন্য প্রস্তাব করেন।