11/12/2025 সিংগাইর থানার গোবিন্দল এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ রিনা খানম আটক ।
সিংগাইর থানার গোবিন্দল এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ রিনা খানম আটক ।
Biplob
৭ June ২০২১ ০২:০২
বিপ্লব সাভার: মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার গোবিন্দল এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ রিনা খানম নামের একজনকে আটক করেছে র্যাব-৪ ।
রবিবার দুপুরে আনুমানিক ১টা ৩০ মিনিটে সিংগার থানার গোবিন্দল এলাকার ৭ নং ওয়ার্ডের জৈনক মিলন দেওয়ানের ঘরের সামনে, কিষান পাড়া রাস্তার উপর থেকে তাকে আটক করা হয় ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগার থানার গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে , রিনা খানম (৩৭) কে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় ।
আসামি রিনা খানম, সিংগাইর থানা গোবিন্দল কিষান পাড়া এলাকার বাসিন্দা, মিলন দেওয়ান এর স্ত্রী ।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com