11/12/2025 সাভারের হেমায়েতপুর বিসিক শিল্প নগরীর মুক্তি নামক ট্যানারির ভিতরে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার ।
সাভারের হেমায়েতপুর বিসিক শিল্প নগরীর মুক্তি নামক ট্যানারির ভিতরে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার ।
Biplob
৩ July ২০২১ ১৯:০১
সাভার প্রতিনিধিঃ সাভার হেমায়েতপুরের বিসিক শিল্পনগরীর মুক্তি নামক ট্যানারি ভিতরে মাহবুবুর রহমান (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ ।
স্থানীয় এক শ্রমিক জানাই, শনিবার ভোর সকাল ৬ টা নাগাদ তিনি কাজে যোগদান করার সময় ,জানালা দিয়ে মুক্তি ট্যানারি দ্বিতীয় তলায় ,জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মাহবুব রহমানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাহবুবুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেন ।
জানা যায়,মৃত মাহবুবুর রহমানের বাড়ি, গোবিন্দপুর, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর এলাকায় , মাহবুবুর রহমান পিতা-মৃত মৌলভী আব্দুর রহমান এর ছেলে ।
লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । তবে পুলিশ জানায় এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে বিষয়টি জানা যাবে।
উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ মাহবুবুর রহমান যোগাযোগ: ২ বিবি এভিনিউ, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ৬ষ্ঠ তলা (রুম নং ১০৯), পল্টন, ঢাকা ১০০০।১৫ মোবাইল: ০১৭১৫-৬০৭৫৫৫, ০১৭৪০-৫৯৯৯৮৮
ইমেইল: odhikarpatra@gmail.com, mmrpolash@gmail.com