11/12/2025 রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
Biplob
৬ July ২০২১ ২৩:৩৪
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ৫ জুলাই সোমবার ডোবার পানিতে পড়ে সাব্বির হোসেন নামে দুই বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত শিশু সাব্বির উপজেলার উত্তর সন্ধ্যারই গ্রামের সুমন আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল সাড়ে ৫ টার সময় সুমন আলীর দুই বছরের ছেলে সাব্বীর সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে ৫০ গজ দূরের ডোবার কাছে গেলে পানিতে পড়ে যায়। সে সময় শিশুটির চাচী দেখতে পেয়ে চিৎকার দিলে লোকজন এসে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।
তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক, আরএমও ডাক্তার ফিরোজ আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।