05/10/2025 শহীদ শেখ রাসেল ছিলেন পিতার মতো মানবিক গুনের অধিকারীঃ
amaderodhikarpatra@gmail.com
১৮ অক্টোবর ২০২১ ২৩:৪৪
ঢাকা, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আজ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম বলেন, শহীদ শেখ রাসেল ছিলেন মহানুভবতা, উদারতা ও সহনশীলতার প্রতীক। পিতার মতোই তিনি ছিলেন মানবিক গুনের অধিকারী।
তিনি আরো বলেন, শিশুদের প্রতি সদয় হলেই শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি সম্মান জানানো হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণও বক্তব্য রাখেন।