11/05/2025 সাবেক ছাত্রনেতা মিজানের জীবন বাচাতে সরকারি দলের সহায়তা কামনা
odhikarpatra
২৩ May ২০২২ ০৪:৩২
ক্ষমতায় যখন বিএনপি জামাত জোট। চলছে তাদের নৈরাজ্যের আওয়ামী লীগ তখন বিরোধী দলে কোনঠাসা রাজপথে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। মিজানুর রহমান মিজান তখন টগবগে যুবক পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক ছাএ হিসাবে থাকে জহুরুল হক হলে। দায়িত্ব দেওয়া হয় সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগ এর সভাপতি পদে। আমি তখন মহানগর দক্ষিন ছাত্র লীগ। মিটিং মিছিল করতে যেতে হতো ঢাবির ক্যাম্পাসে, মিজান কে দেখতাম মিছিলে অগ্রভাগে। কি সাহস কি ত্যাগ কমিটেড কতটা ছাত্র লীগের প্রতিটি কর্মসূচী সফল করার জন্য। অথচ কি পেলো মিজান সকলের প্রিয় ভাই মিজান। ফেসবুকে দেখলাম তার বন্ধু তেজগাঁও কলেজ এর" সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক" তারই প্রিয় বন্ধু যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ফেসবুকে মিজান সর্বোচচ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকারের নীতি নির্ধারক মহলের উদ্দেশ্য আবেগঘন স্টাটাস দিয়েছে তা হুবহু নিচে তুলে ধরা হলো

এক সময়কার রাজপথ কাঁপানো ছাত্রলীগ নেতা, ক্যাম্পাসের শ্লোগান মাস্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগ এর সাবেক সভাপতি(২০০২-২০০৮) বন্ধু মোঃ মিজানুর রহমান মিজান, ঢাকা স্কয়ার হাসপাতালে নিউরো আই.সি.ইউ তে ভর্তি আছেন।
বিরোধী দলে আহত হলে দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী মহল হাসপাতালে দেখতে যেতো রাজনৈতিক সংস্কৃতির কারণে। আজ মিজানের জীবন বাচাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকারি দলের নীতি নির্ধারণী মহলের সহায়তা কামনা করছি।
মহান আল্লাহর কাছে মিজান ভাইয়ের সুস্থতা প্রার্থনা করছি।