11/13/2025 শি জিনপিং মস্কোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি বেইজিংয়ের সমর্থনের বিষয়ে পুতিনকে আশ্বস্ত করেছেন
odhikarpatra
১৭ June ২০২২ ০৫:৪৮
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি’র খবরে শি’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, চীন সার্বভৌমত্ব ও নিরাপত্তার মতো মূল বিষয়সমূহে রাশিয়ার সঙ্গে পারষ্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক।
চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনের হামলা চালানোর পর এটি উভয় নেতার দ্বিতীয় ফোনালাপ।
সিসিটিভি বলছে, চলতি বছরের শুরুতে বৈশ্বিক অস্থিরতা ও পরিবর্তনের মুখে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রশংসা করেছেন শি।
তিনি বলেছেন, বেইজিং দুদেশের মধ্যে কৌশলগত সমন্বয় জোরদার করতে ইচ্ছুক।
এদিকে ক্রেমলিন থেকে বলা হয়েছে, পশ্চিমের অবৈধ অবরোধের মুখে উভয় নেতা অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নজিরবিহীন অবরোধ আরোপ করে।
চীন ইউক্রেনে মস্কোর হামলার নিন্দা জানাতে অস্বীকার এবং পশ্চিমা অবরোধের সমালোচনা করে।