11/06/2025 সেঞ্চুরিম্যান তামিম ইকবাল ৫ হাজারে
odhikarpatra
১৭ June ২০২২ ০৯:৩০
াংলাদেশের দ্বিতীয় হলেও বিশে^র শততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পুর্ন করলেন তামিম।
আজ থেকে অ্যান্টিগায় শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৫ হাজার রানের জন্য তামিমের প্রয়োজন ছিলো মাত্র ১৯ রান।
সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচের করা ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ফ্লিক করে ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে ৩ রান নিয়ে ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করেন তামিম।
৫ হাজার রান পাওয়া ইনিংসে শেষ পর্যন্ত ২৯ রানে আউট হন তামিম। তার ইনিংসে ৪টি চার ছিলো।
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মুশফিক ৫ হাজার রান করলেও, তামিম দ্রুত এই মাইলফলক স্পর্শ করেন। ৮১ ম্যাচের ১৪৯তম ইনিংসে ৫ হাজার রান করেছিলেন মুশফিক। আর ৬৮ ম্যাচের ১২৯তম ইনিংসে ৫ রানে পা রাখেন তামিম।
২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন অবধি ৬৮ টেস্টের ১২৯ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৫০১০ রান তামিমের।