04/20/2025 তামিমের অন্যরকম সেঞ্চুরি
odhikarpatra
১২ জুলাই ২০২২ ০৭:২৬
গতরাতে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।
৪টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তামিম। বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে পেসার এন্ডারসন ফিলিপকে ফাইন লেগ দিয়ে ছক্কা মারেন তামিম। এই ছক্কায়, ছক্কার সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।
২০০৭ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ছক্কা মারেন তামিম। ক্যারিয়ারের ২২৬তম ম্যাচের ২২৪তম ইনিংসে এসে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মুশফিকুর রহিমের। ২৩৩ ম্যাচের ২১৮ ইনিংসে ৮৫টি ছক্কা মেরেছেন মুশফিক। ২০৭ ম্যাচের ১৮০ ইনিংসে ৭২ ছক্কা নিয়ে টেবিলের তৃতীয়স্থানে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।