11/05/2025 হেলিকপ্টারে চড়ে লতব্দীর কুয়েত প্রবাসী এস এম হেলালের বাড়িতে
আহসানুল ইসলাম আমিন
৫ August ২০২২ ০৮:৫১
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গ্রামবাংলা দেখতে আসলেন কুয়েতের নাগরিক ও ব্যবসায়ী আল-আজমী ফাহাদ। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয় কেলার মাঠে হেলিকপ্টারে চড়ে আসেন কুয়েতের নাগরিক। তিনি লতব্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শুক্কুর মাহমুদেন বড় নাতি কুয়েত প্রবাসী এস এম হেলালের বাড়িতে আসেন। এসময় তাকে অভ্যর্থনা জানান মো.আশরাফ হোসেন জন্টু, মো.দেলোয়ার হোসেন, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত ) প্রধান শিক্ষক মো. মুক্তার হোসেন।
এসময় কুয়েতের নাগরিক আল-আজমী ফাহাদ বলেন, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগে। তাই সময় পেলেই মাঝেমধ্যে বাংলাদেশ আসি। খুব ভালো লাগছে এবং বাংলাদেশের মানুষজন অতিথি পরায়ণ। আবারো সময় পেলে গ্রাম বাংলার সৌন্দর্য দেখার জন্য চলে আসব।