11/13/2025 সিরাজদিখানে ফুটবল লীগের ফাইনাল খেলা সম্পন্ন।
odhikar patra
২৩ August ২০২২ ০৯:১৩
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফুটবল লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে নবম শ্রেণী দলকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণী দল।
উপজেলার বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ সোমবার (২২আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা সম্পন্ন হয়।
বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান (সোহাগ)। বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়ার সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনক কান্তি পাল, শুভ কুন্ডু, আব্দুল হালিম, নাসির উদ্দিন,শাহরিয়ার মোল্লা, পাপিয়া জাহান, মৌমিতা মল্লিক, শাহ-জালাল প্রমুখ।