04/18/2025 পাওনা টাকা আদায় করে দেয়ার নাম করে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ‘জিনের বাদশা’
odhikarpatra
৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৬
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার দক্ষিণখান থেকে অভিযুক্ত দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নেছার উল্ল্যাহ (২২) ও আমান উল্ল্যাহ (২৮)।
পাওনা টাকা আদায় করে দেয়ার নাম করে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারক চক্রের সদস্যরা। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় প্রতারণার অভিযোগে মামলা করার পর অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।