11/13/2025 নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ।
odhikar patra
৮ September ২০২২ ০৭:৫৩
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল এলাকায় নিখোঁজের একদিন পর ওয়ালিদ হাওলাদার (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির নানা অরুন হাওলাদারের বাড়ির পাশের ধানক্ষেতে এলাকাবাসী শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ওয়ালিদ হাওলাদার জেলার সিরাজদিখান উপজেলার তেলিপাড়া গ্রামের সালাউদ্দিন হাওলাদারের পুত্র।
থানা পুলিশ সুত্র যানাজায়, শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়ীতে বেড়াতে এসে ৬ সেপ্টেম্বর নিখোঁজ হলে তার মামা তাইবান হাওলাদার ঐ দিনই থানায় সাধারন ডায়েরী করে।
টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওয়ালিদ হাওলাদার নামক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।