11/13/2025 বঙ্গোপসাগরে জাহাজডুবি : ৩ জনের লাশ উদ্ধার
odhikarpatra
১৫ October ২০২২ ০৭:২৪
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম নিশ্চিত করেছেন যে কোস্টগার্ড শুক্রবার সকালে দুই জন ও বিকেলে এক জনের লাশ উদ্ধার করেছে।
তিনি বলেন, বুধবার ১২ অক্টোবর বিকেলে দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষে এমভি সুলতান সানজা নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাহাজটিতে থাকা নয় নাবিকের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ছয় জনের মধ্যে আজ সকালে দুইজন ও বিকেলে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি তিনজনকে উদ্ধারের অভিযান চলছে।
তিনি আরও বলেন, এখনো উদ্ধার হওয়া লাশের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।