11/05/2025 সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
odhikarpatra
২১ October ২০২২ ০২:০৯
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।
আগামী তিনদিনে লঘুচাপটি ঘণীভূত হয়ে নি¤œচাপে পরিণত হতে পাওে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আন্দামান সাগর এবং এর কাছাকাছি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল হতে বিদায় নিয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৯ মিনিটে এবং কাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ৫৮ মিনিটে