11/13/2025 টঙ্গীবাড়ীতে ভাবীর সাথে পরকিয়া! জেনে ফেলায় ভাইকে খুন: তিন মাস পর আসামী গ্রেফতার ।
odhikar patra
২৭ October ২০২২ ০৯:২৩
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে হত্যা মামলার আসামি ওয়াসিমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ী থানার এসআই মো. আল-মামুন ও মিনারুল কাজী। ওয়াসিম উপজেলার কান্দাপাড়া গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে।
এসআই মামুন জানান, ওয়াসিম তার আপন বড় ভাই বশিরের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। এ ঘটনা তার ভাই জেনে ফেলায় গত ৩০ জুলাই তাকে হত্যা করে। এ ঘটনায় মৃত বশিরের চাচা বাবুল বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা করলে আসামি ওয়াসিম পলাতক ছিল। পরে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ফোন ট্র্যাকিং করে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়াও ২০১৬ সালের চুরি মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাছির বেপারীকে (৩৬) গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ওসি রাজিব খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।