11/05/2025 ভূমিধসে ইতালীয় দ্বীপে ১৩ জন নিখোঁজ
odhikarpatra
২৭ November ২০২২ ০৮:২৭
বার্তা সংস্থা আনসা জানায়, ভূমিধসের কাছাকাছি এলাকায় স্বামী-স্ত্রী ও একটি নবজাতক শিশুর একটি পরিবার বসবাস করতো। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, ভুমিধ্বসের কাদার শ্রোত সেখানে থাকা গাড়িগুলোকে পাহাড়ের নিচে টেনে নিয়ে গেছে, অন্তত একটি গাড়ি সমুদ্রে ভেসে গেলে সেখান থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রাখতে নেপলস উপকূলের দূরবর্তী ইসচিয়ার বাসিন্দাদের ভিতরে থাকার আহ্বান জানিয়েছে।