11/05/2025 ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩ জন
odhikarpatra
১৬ December ২০২২ ০৭:৫০
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন ভর্তি রোগী ১৮৪ জন। আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৯৫ জন এবং ঢাকার বাইরে ৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৮০৩ জন এবং ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৭৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৩২৬ জন। ১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬১ হাজার ৮৯ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার ৫২৬ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২২ হাজার ৫৬৩ জন। এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৬০ হাজার ১৭ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ১৩৩ জন।