11/10/2025 এলপিজি গ্যাসের দাম কমেছে
odhikarpatra
৩ January ২০২৩ ০৯:৪১
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সর্বশেষ জানুয়ারি মাসে এ দাম ঘোষণা করেছে।
এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১,২৯৭ টাকার পরিবর্তে ১,২৩২ টাকায় বিক্রি হবে।
বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে নতুন এ দাম ঘোষণা করেন।
আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন সাইজের সিলিন্ডারের এলপিজির দাম- ৫.৫-কেজি থেকে ৪৫-কেজি- এই দাম অনুযায়ী নির্ধারণ করা হবে।
ঘোষণা অনুযায়ী, ‘অটো গ্যাস’ (মোটরযানে ব্যবহৃত এলপিজি)’র দাম আগের প্রতি লিটার ৬০.৪১ টাকা থেকে কমে প্রতি লিটার ৫৭.৪১ টাকা হবে।
তবে রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস কোম্পানির বাজারজাতকৃত এলপিজি’র দাম একই থাকবে।