11/13/2025 অগ্নিকান্ডে লক্ষ্মীপুরের রায়পুরে পুড়ে গেছে ১১টি বসতঘর
odhikarpatra
১৫ February ২০২৩ ০৬:৩৮
আজ দুপুরে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের মানতি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণে নিয়েছেন।
রায়পুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর ওহাব বলেন, দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায়। খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছান। রায়পুর ও রামগঞ্জের ২টি ফায়ার টিম ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস টিম।