11/05/2025 বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত আহত ৬৪ জন
odhikarpatra
২১ February ২০২৩ ১৪:৫৭
কালার কাহার,২১ শে ফেব্রুয়ারি ২০২৩ : বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পাকিস্তানে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন। খবর ডনের।
খবরে বলা হয়, কালার কাহারের কাছে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। গত দুই মাসের মধ্যে এটি পাকিস্তানের চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা।
উদ্ধারকারী ও পুলিশ জানায়, ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান। অন্য দু’জন হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতদের উদ্ধার করে কাহারের তহসিল সদর হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
চকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামাবাদ থেকে বাসটির আরোহীরা লাহোরে ফিরছিলেন। বাসটি ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছিল। বাসের ব্রেক ফেল হওয়ায় এটি বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ ও ডেপুটি স্পিকার জাহিদ আকরাম দুররানি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন