11/05/2025 এমবাপ্পের বার্তা ইনজুরিতে নেইমার
odhikarpatra
২২ February ২০২৩ ০৬:৫২
এমন ইনজুরিতে হতাশ ব্রাজিলের নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের গোঁড়ালির ছবি দিয়ে তিন শব্দে একটি আবেগী বার্তা দিয়েছেন তিনি। কান্নার ইমোজি জুড়ে দিয়ে নেইমার লিখেছেন, ‘এগেইন অ্যান্ড এগেইন’ (বারবার)।’
নেইমারের এমন ছবির স্টোরি দেখে মুখ খুলেছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। ইনস্টাগ্রামে নেইমারকে উদ্দেশ্যে করে এমবাপ্পে লিখেন, ‘শক্ত থাকো। দলের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। দ্রুত ফিরে আসো ভাই।’
ইনজুরির পর নেইমারকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছে পিএসজি মেডিকেল টিম। নেইমারের স্ক্যান রিপোর্টে কোন চিড় ধরা পড়েনি। ঐ ম্যাচে শেষ মুর্হূতে লিওনেল মেসির গোলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে পিএসজি।