11/13/2025 সিরাজদিখানে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
odhikar patra
২৪ February ২০২৩ ১০:২৮
মো. আমির হোসেন ঢালি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার আব্দুর রহমান একাডেমী সংলগ্ন রাস্তায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখ এবং তার তিন সহযোগী সাব্বির, জয়, নিলয়। মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাস্টার আব্দুর রহমান একাডেমির অভিভাবক প্রতিনিধি সদস্য বাচ্চু ফকির, মাহবুব কাল, রুপা, মধ্যপাড়া ইউনিয় মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ছাত্তার বেপারী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা কাল, বীর মুক্তিযোদ্ধা মো. তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ বীর মুক্তিযোদ্ধা মোকলেস তালুকদার, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী, সাধারণ সম্পাদক তুলু শেখ, ৬ নং ওয়ার্ড সভাপতি হোসেন বেপারীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আমাদের ছেলেমেয়ে, মা-বোনরা রাস্তা-ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে সেরকম পরিবেশ চাই। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে, প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আর কোন বখাটে যেন কোন মেয়েকে ইভটিজিং কিংবা কোন খারাপ মন্তব্য করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি। আমরা চাই এসকল বখাটের সর্ব্বোচ শাস্তি হোক। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমী মাঠে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে উক্তোক্ত করে এ চার ছাত্রলীগ নেতা। এরই প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী।