11/13/2025 কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
odhikar patra
২৬ February ২০২৩ ০৫:০০
আরিফ হোসেন হারিছ :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন আয়োজনে কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি এস.এম. সোহরাব হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন আর রশিদ বিপিএম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান সুরকার ও গীতিকার, বাংলাদেশ টেলিভিশন,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক,উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মান্নান কোম্পানি,লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিমউদদীন, ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।