11/08/2025 চীন-হন্ডুরাসের কূটনৈতিক যাত্রা শুরু
অনলাইন ডেস্ক
২৭ March ২০২৩ ০৪:৫৫
চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়লো হন্ডুরাস। চীনা পররাষ্ট্রমন্ত্রী কুইন গাং ও হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো এনরিক রেইনা বেজিংয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের স্বীকৃতিস্বরূপ এক চুক্তিতে সই করেন।
চীনের সঙ্গে রবিবার থেকে আনুষ্ঠানিক কূটনৈতিক যাত্রা শুরু করেছে হন্ডুরাস। তার আগে মধ্য আমেরিকার দেশটি তাইওয়ানের সঙ্গে তাদের কয়েক দশকের পুরনো সম্পর্ক ছিন্ন করে।