11/05/2025 আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬
অনলাইন ডেস্ক
২৮ March ২০২৩ ০৪:২৮
আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর জানান, সোমবার কাবুলের মালিক আসগর স্কয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে তল্লাশিচৌকিতে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।