11/07/2025 আফগানিস্তানে গ্রেপ্তার নারী শিক্ষা অধিকারকর্মী
অনলাইন ডেস্ক
২৯ March ২০২৩ ২১:০৬
আফগানিস্তানের এক নারী শিক্ষা অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান সরকার। কিশোরী ও নারীদের শ্রেণিকক্ষে আসতে নিষেধ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া নারী শিক্ষা অধিকারকর্মীর নাম মাতুল্লাহ ওসা(৩০)। তিনি আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে নারীদের শিক্ষার ব্যাপারে সচেতন করতেন। এ কাজ করতে গিয়ে তিনি তালেবানের বাধার শিকার হন। তবে তাঁকে তালেবানের হেফাজতে নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। সূত্র: বিবিসি
এ পর্যন্ত নারী শিক্ষার জন্য প্রচারণা চালাচ্ছেন এমন বেশ কয়েকজন কর্মীকে আটক করার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
টুইটে তিনি নারী স্বেচ্ছাসেবীদের একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি জানতে চেয়েছেন, ইসলাম কী নারী শিক্ষার অধিকার দেয়নি?