11/06/2025 ওডিআই বিশ্বকাপের লোগোর নাম 'নভরাসা'
নিজস্ব প্রতিবেদক
৩ April ২০২৩ ০১:১২
আগামী ওয়ানডে বিশ্বকাপের লোগোর নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’।৯টি আবেগের প্রকাশ ঘটানো হয়েছে এই লোগোতে, তাই এমন নাম। যে ৯টি আবেগের কথা বলা হয়েছে সেগুলো হলো আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় ও আবেগ। ভারতের বিপুলসংখ্যক ক্রিকেট সমর্থকের আবেগকে মাথায় রেখেই দেওয়া হয়েছে এই নাম।
ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর।এর ছয় মাস আগেই আজ ২ এপ্রিল বিশ্বকাপের ব্র্যান্ড লোগো উন্মোচন করল আইসিসি। কিন্তু আজকের দিনটাই কেন লোগো প্রকাশের জন্য বেছে নিল আইসিসি? কারণ ১২ বছর আগে আজকের দিনে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।