11/08/2025 ১৯ বিশ্বকাপের কোনো অধিনায়ক নেই ২৩ বিশ্বকাপে
স্পোর্ট ডেস্ক
১৫ April ২০২৩ ২০:২১
২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের অধিনায়ক যারা ছিলেন, তারা হয়তো এবারে আর অধিনায়ক থাকবেন না। বিশ্বকাপে প্রথমবার এমন ঘটতে চলেছে। আগেরবারের কোনো অধিনায়কই পরেরবার আর নেই। এমনকি বিশ্বকাপজয়ী অধিনায়কও আর নেই।
গতবারের বিশ্বকাপে যে ১০ দল খেলেছিল, তাদের অধিনায়ক ছিলেন গুলবাদিন নাইব (আফগানিস্তান), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), মাশরাফী মোর্তুজা (বাংলাদেশ), অইন মর্গ্যান (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান), ফ্যাফ ডুপ্লেসি (দক্ষিণ আফ্রিকা), দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা) এবং জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)। এরা কেউই এখন আর তাদের দেশের অধিনায়ক নন। সব দেশেরই অধিনায়ক পাল্টে গেছে।
ভারতীয় দলের দায়িত্ব এসেছে রোহিত শর্মার কাঁধে। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। দলের দায়িত্ব বাবর আজমের কাঁধে। ডুপ্লেসির জায়গায় এবারের বিশ্বকাপে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যানও অবসর নিয়েছেন। নেতৃত্ব দেবেন জস বাটলার। একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শাহিদি। যোগ্যতা অর্জন করতে পারলে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ দলও গত বারের অধিনায়ক নিয়ে খেলতে আসবে না। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা এবং ক্যারিবিয়ান দলের নেতৃত্বে শাই হোপ।