11/13/2025 শ্রীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হুমকি ও হয়রানির অভিযোগ
আহসানুল ইসলাম আমিন
৩ May ২০২৩ ০৩:১৩
এইচ,আই লিংকন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে আবু ইউসুফ গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া গ্রামে।
ভুক্তভোগী শামীম হোসেন বলেন, আটপাড়া মৌজার আর এস ৩৮ নং খতিয়ানের ৫৫, ৫৬ ও ৫৭ মোট পনে১১শতাংশ জমির মালিক তারা। তাদের নিজ জমিতে ঘর তুলতে গেলে আবু ইউসুফ গং বাধা প্রদান করে। পরবর্তীতে ঘটে ভেঙ্গে দেয় এবং সেখান থেকে মালামাল লুটপাট করে নিয়ে যায়। সেই জমিতে থাকা কয়েকটি বড় বড় গাছ ও তারা কেটে নিয়ে যায়। এ বিষয়ে বিজ্ঞ আদালতে উভয় পক্ষর পাল্টাপাল্টি মামলা করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে বিষয়টিকে স্থানীয় ভাবে আবাস মাংসের জন্য ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়। আবু ইউসুফগং কারো কথা না শুনেই বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে আর হুমকি ধামকি প্রদান করছে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।
অভিযুক্ত আবু ইউসুফ বলেন, আমাদের সাথে শামীমদের সাথে জমি নিয়ে কোন মামলা নাই জমি নিয়ে মামলা চলছে ফজল হকদের সাথে। শামীম যদি কাগজপত্র দেখিয়ে জমি জাদি বকে তবে আমরা সেটা দিতে বাধ্য। কিন্তু সে কাগজ না দেখে জমি দাবি করে। এছাড়া সে আমাদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা করেও হয়রানি করছে। পরিষদে আপার মিমাংসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা তো চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। সে সমাধান করে দিলে আমরা সেটা মানবো।
৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ইউসুফ ও শামীমদের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিষয়টি থানা থেকে আপোষ মাংসার জন্য পরিষদে পাঠিয়েছিল। শামীম মানলেও আবু ইউসুফরা বিষয়টা মানতে চায় না।