05/09/2025 ঘূর্ণিঝড় মোখায় চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
১৩ মে ২০২৩ ১৮:৪৭
ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে অগ্রসর হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকাল থেকে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের এ বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের এ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান।
শুক্রবার রাতে তিনি গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড়ের পরবর্তী গতিপথ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।