04/20/2025 দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক
১৭ মে ২০২৩ ২২:২৩
দেশের আট বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এই প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।
বুধবার সকাল ৯টায়য় আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।