11/17/2025 আইসিসির ওয়ানডে ব্যাটিং র্যাংকিং প্রকাশ
স্পোর্ট ডেস্ক
১৮ May ২০২৩ ০১:৫৩
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিং প্রকাশ করেছে। তাতে প্রথম স্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে অবনতি হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির।
বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাবরের পরে দুইয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন।
এরপরই আরো দুই পাকিস্তানি ক্রিকেটারের অবস্থান। যথাক্রমে তিন ও চারে রয়েছেন ফখর জামান ও ইমামুল হক।
এর আগে সাত নম্বরে ছিলেন বিরাট কোহলি। তবে একধাপ নেমে তিনি এখন আটে অবস্থান করছেন।
এদিকে বাংদেশী ওপেনার তামিম ইকবালের একধাপ উন্নতি হয়েছে। ২৬ নম্বর থেকে তিনি ২৫-এ উঠে এসেছেন। আর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতো শীর্ষে আছেন সাকিব আল হাসান।
আইসিসি ওয়ানডে ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ান বোলার জস হ্যাজেলউড।
সূত্র : জিও নিউজ