11/10/2025 ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১২ কোটির বেশি
অনলাইন ডেস্ক
২২ May ২০২৩ ১৭:৩৭
চলতি মে মাসের ১৯ দিনে দেশে প্রবাস আয় (রেমিট্যান্স) এসেছে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৮ টাকা দরে) যার পরিমাণ ১২ হাজার ১৯৬ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে আসছে পাঁচ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ডলার বা ৬৪২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি (২০২২-২০২৩) অর্থবছরের প্রথম মাস জুলাই ও দ্বিতীয় মাস আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল।
কিন্তু পরের মাস থেকেই কমতে থাকে রেমিট্যান্স আসার প্রবাহ। টানা ছয় মাস কেটে গেলেও দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি। তবে অর্থবছরের নবম মাস মার্চে আবারও দুই বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে। একই ধারাবাহিকতায় আসতে থাকে এপ্রিলের শুরুর দিকে ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি মাসের (মে) ১৯ দিনে মোট ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ডলার।