11/10/2025 গত এক সপ্তাহে রিজার্ভ কমেছে ৯ কোটি ৭০ লাখ ডলার
অনলাইন ডেস্ক
৯ June ২০২৩ ১৪:৩৪
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে কমছে। বড় অঙ্কের বৈদেশিক ঋণ পেলে সামান্য বাড়লেও তা ধরে রাখা সম্ভব হচ্ছে না। বৈদেশিক ঋণ ও এলসির দেনা পরিশোধ করতে গেলেই রিজার্ভ কমে যাচ্ছে।
চলতি জুনের এক সপ্তাহে রিজার্ভ কমেছে ৯ কোটি ৭০ লাখ ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে রিজার্ভ ছিল ২ হাজার ৯৭৭ কোটি ৬৯ লাখ ডলার। জুনের শুরুতে রিজার্ভ ছিল ২ হাজার ৯৮৭ কোটি ৩৯ লাখ ডলার। গত ৩০ এপ্রিল রিজার্ভ ছিল ৩ হাজার ৯৬ কোটি ৫২ লাখ ডলার। এক মাস এক সপ্তাহের ব্যবধানে কমেছে ১১৮ কোটি ডলার।
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। রপ্তানি সামান্য বাড়লেও লক্ষ্যমাত্রার তুলনায় কম। ফলে দেশের বৈদেশিক মুদ্রা আয় কমে গেছে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার খরচ বেড়ে গেছে। এসব কারণে রিজার্ভ কমছে।