11/13/2025 মোহনগঞ্জে চুরির মামলায় চার কিশোরকে আদালতে সোপর্দ
মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
১২ June ২০২৩ ১৯:৪৯
নেত্রকোনার মোহনগঞ্জে চুরির অভিযোগে চোর চক্রের সদস্য চার কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। রোববার (১১ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের চোরাই মালামালসহ আটক করে স্থানীয়রা।
পরে মালামালগুলো চিনতে পেরে উপজেলার শেওড়াতলী গ্রামের মো. গাজী রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।
আটকরা হলেন—উপজেলার বড় বেথাম গ্রামের মো. মোহন খানের ছেলে মো. অনিক মিয়া (১৫), একই গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. শুভ মিয়া (১৫), মো. জমির উদ্দিনের ছেলে মো. রহিম মিয়া (১৪) ও পৌরশহরের টেংগাপাড়া এলাকার কাজী অফিস মোড়ের মো. উজ্জ্বল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (১৫)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।