11/13/2025 মোহনগঞ্জে হতদরিদ্রদের মাঝে এসডিএফের ৩০ লাখ টাকা বিতরণ
মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
১৪ June ২০২৩ ০৪:১২
মোহনগঞ্জে সহায়সম্বলহীন ৩৩৮ জন নারীর মাঝে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ৩০ লাখ ৪২ হাজার টাকা এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার করাচাপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে এ টাকা বিতরণ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
গাগলাজুর ও সুয়াইড় এ দুই ইউনিয়নের ৮ গ্রামের দরিদ্র নারীদের মধ্যে এ টাকা অফেরতযোগ্য অনুদান বিতরণ করা হয়। সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করছেন। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
বক্তব্য রাখেন, এসডিএফের আঞ্চলিক পরিচালক ময়মনসিংহ মো.আবুল হোসেন, জেলা ব্যবস্থাপক,মোশাররফ হোসেন, সৈয়দ আল মামুন, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, আবু বকর ছিদ্দিক প্রমুখ।