11/16/2025 একমাত্র টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক
১৪ June ২০২৩ ১৬:২৬
বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করলেন লিটন কুমার দাস। তবে নেতৃত্বের শুরুটা হলো টসে হার দিয়ে। বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।
তার মতে, নতুন উইকেট, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে এমন সিদ্ধান্ত। লিটন দাসও বলেছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং বেছে নিতেন।
এই টেস্টে ইনজুরির কারণে খেলছেন না দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। তামিমের পরিবর্তে সুযোগ পেয়েছে জয়। দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।