11/07/2025 দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক
১৭ June ২০২৩ ০০:০৯
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের শিলংয়ে এর কেন্দ্র ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ১০টা ৪৬ মিনিট রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনূভূত হয়েছে।