04/19/2025 ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক
২৮ জুন ২০২৩ ১৬:২৬
আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে সারা দেশেই মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঈদের এই সময় তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক ও সহনীয় পর্যায়ে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল বলেন, ‘ঈদের দিন সারা দেশেই মোটামুটি বৃষ্টি থাকবে।
গতকাল দেশের মধ্যাঞ্চলসহ সারা দেশেই বৃষ্টি বেড়েছে। ঈদের দিনও এ রকম থাকতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।