11/16/2025 পরীক্ষা নয়,বিকল্প তৈরির পরিকল্পনা: হাতুরুসিংহে
স্পোর্ট ডেস্ক
৪ July ২০২৩ ১৬:৪৪
আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো দল নিয়েই অনুশীলন করে টাইগাররা। চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান।
অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সিরিজেও একাদশে উলট-পালট করার সম্ভাবনা শোনা গেল তার কণ্ঠে। তবে পরীক্ষা নিরীক্ষা নয়, পরিকল্পনার অংশ হিসেবে পরিপূর্ণ বিকল্প রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। যেখানে তার চোখ নাইম শেখের দিকে।
এই প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমরা যখনই সুযোগ পাবো, আমরা নাঈমকে একটি ম্যাচ দিতে চাই। আমরা কিছু ছেলেকে সুযোগ দেয়ার চেষ্টা করছি। এর মানে এই নয় যে পরীক্ষা-নিরীক্ষা করছি। আমরা কোচিং গ্রুপ, নির্বাচকেরা জানি যে আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।’
এর পেছনে কারণটাও স্পষ্ট করেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমরা চাই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে চোট বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেয়ার গভীরতা যাতে আমাদের থাকে। তো এই কারণ মাথায় রেখে আমরা ক্রিকেটারদের সুযোগ দিতে চাই।’