12/11/2025 লভিভে রাশিয়ার রকেট হামলায় নিহত ৪
অনলাইন ডেস্ক
৭ July ২০২৩ ০৩:১৫
পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি ভবনে রাশিয়া রকেট হামলা করেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্টমন্ত্রী।
তিনি জানান, এ হামলায় ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্তারিত না জানিয়ে আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি জানিয়েছেন, শহরটির একটি ‘গুরুতর অবকাঠামোতে’ হামলা করা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার ‘মূল লক্ষ্য ইউক্রেনের জনগণকে ধ্বংস করা। তবে আমরা জিতব।’
তবে রাশিয়ার সামরিক বাহিনী এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।