04/10/2025 সেনেগালে নিষিদ্ধ হলো টিকটক
অনলাইন ডেস্ক
৩ আগস্ট ২০২৩ ০৫:০২
ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটককে নিষিদ্ধ করেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। অস্থিতিশীলতা তৈরির হাতিয়ারে পরিণত হয়েছে যুক্তি দেখিয়ে বুধবার দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটকের অ্যাকসেস স্থগিত থাকবে।
বিরোধীদের তীব্র বিক্ষোভের মাঝে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত করার কয়েক দিন পর টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এক বিবৃতিতে দেশটির যোগাযোগমন্ত্রী বলেছেন, টিকটক অ্যাপ্লিকেশন এমন একটি সামাজিক নেটওয়ার্ক যা ঘৃণা ও ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়ার খারাপ উদ্দেশ্যের জন্য লোকজন পছন্দ করে।
এটি দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। একই ধরনের যুক্তি দেখিয়ে গত সোমবার পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ইন্টারনেট পরিষেবাও সীমিত করে ফেলা হয়েছে।