11/13/2025 চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি
অনলাইন ডেস্ক
৩ August ২০২৩ ১৮:৪৪
চীনে রেকর্ড রাখা শুরুর পর থেকে গত কয়েক দিনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গতকাল বুধবার বেইজিংয়ের আবহাওয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রবল বর্ষণে গত কয়েক দিনে ২০ জনের প্রাণহানি ঘটেছে। আরো অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছে।
বেইজিংয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ‘চলতি ঝড় চলাকালে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে ৭৪৪.৮ মিলিমিটার বা ২৯.৩ ইঞ্চি। এর আগের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ১৮৯১ সালের ৬০৯ মিলিমিটার।’
চীনে চলতি সপ্তাহে গতকাল পর্যন্ত ৪০ ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে, যা জুলাই মাসের পুরো গড় বৃষ্টিপাতের সমান।
২০১২ সালের পর বেইজিংয়ে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। অতিবৃষ্টির পাশাপাশি অতি তাপমাত্রার এসব চরমভাবাপন্ন আবহাওয়া ঘটনা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সূত্র : এএফপি