11/14/2025 চবির শাটল ট্রেনের ছাদে গাছের ধাক্কায় আহত অন্তত ২০
চবি প্রতিনিধি
৮ September ২০২৩ ১৬:২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে গাছের আঘাত লাগার ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে আসা শাটল ট্রেনটি চৌধুরীহাট এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। এর আগে একই দিন দিনের বেলায় ক্যাম্পাস থেকে শহরগামী বিকেল ৪টার ট্রেনেও গাছের আঘাতে তিন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের থেকে জানা যায়, চৌধুরীহাট এলাকায় রেললাইনে গাছের ডালপালা ঝুলে ছিল।
শাটল ট্রেন চৌধুরীহাট ক্রস করার সময় ছাদে থাকা শিক্ষার্থীরা ঝুলে থাকা গাছ থেকে আঘাত পান। তাদের মুখে ও মাথায় আঘাত লাগে। আঘাতের ফলে বেশ কয়েকজন চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান বলেও জানা গেছে।
পরবর্তীতে ট্রেন ফাতেয়াবাদ স্টেশনে থামলে আহতদের নিচে নামিয়ে আনেন অন্য শিক্ষার্থীরা।