11/08/2025 বিটিআরসির নির্দেশে বন্ধ হচ্ছে ৩ ও ১৫ দিনের ডাটা প্যাকেজ
অনলাইন ডেস্ক
১৮ September ২০২৩ ১৬:৪৬
মোবাইল ফোন অপারেটরদের আপত্তির মধ্যে তাদের গ্রাহকদের জন্য তিন দিন ও ১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ করার নতুন নির্দেশিকা প্রকাশ করল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এই নির্দেশনা অনুসারে তিন দিন মেয়াদে গ্রাহকরা যে পরিমাণ ডাটা পেত, সেই পরিমাণ ডাটা এখন সাত দিন ব্যবহার করতে পারবে। বহাল থাকবে ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদের প্যাকেজ। এ ছাড়া মোবাইল ফোন অপারেটরদের বর্তমান ডাটা প্যাকেজের সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নামিয়ে আনা হবে।
এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১৫ অক্টোবর থেকে।
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের প্রধান সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় মোবাইল ফোন অপারেটরদের ডাটা ও ডাটাসংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজের নতুন এই নির্দেশিকার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।