11/08/2025 ২০৪০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের একটি হবে বাংলাদেশ: শামীম ওসমান
অনলাইন ডেস্ক
২০ September ২০২৩ ২০:৪০
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমাদের সাথে প্রধানমন্ত্রীর অনেক ক্ল্যাশ হতো। আমাদের অবস্থা তখন প্যালেস্টাইনের যুবকদের মতো। আমরা বলতাম, হত্যার বদলে হত্যা চাই। শেখ হাসিনা বলতেন, না, আমি আমার পিতার হত্যার বিচারের জন্য আসিনি। মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চাই।’
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে আনসার ও গ্রাম পুলিশ প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পর আমাদের জিডিপি ১০-এর ওপরে চলে যেত, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো। বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে বিশ্বের প্রথম দশটি ধনী দেশের একটি হবে।