11/08/2025 জন্মদিনে মায়ের সঙ্গে ছবি প্রকাশ করলেন সজিব ওয়াজেদ জয়
অনলাইন ডেস্ক
২৯ September ২০২৩ ১৩:১২
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শেখ হাসিনার সঙ্গে পরিবারের ছবি প্রকাশ করেছেন সজিব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার শেখ হাসিনার জন্মদিনে গল্ফ ক্লাবে একসঙ্গে নৈশভোজে অংশ নেন তারা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জয়। ছবিতে ক্যাপশন হিসেবে প্রধানমন্ত্রীর পুত্র জয় লিখেছেন, ‘ভার্জিনিয়ায় আমার গল্ফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার।
গতকাল ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন ছিল। জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার বাসায় আছেন প্রধানমন্ত্রী।