11/10/2025 ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল ৮ প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
২২ October ২০২৩ ২০:১০
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দেশে প্রথমবারের মতো আসছে ডিজিটাল ব্যাংক। ইতোমধ্যে নীতিমালা তৈরি করে দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে তাদের লেটার অব ইনটেন্ট বা সম্মতিপত্র (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়াও নীতিগত অনুমোদন পেয়েছে মোট ৮ প্রতিষ্ঠান। এলওআই পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি।
আজ রবিবার গভর্নর আব্দুল রউফ তালুকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।